কাজেম আলী স্কুলে নতুন ভবন উদ্বোধন

0

সিটিনিউজবিডি ডেস্ক :  ব্যাপক সংস্কার ও একাডেমিক উন্নয়নের ফলে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে নগরীর ১৩৩ বছরের প্রাচীন প্রতিষ্ঠান কাজেম আলী স্কুল এন্ড কলেজ এখন জাতীয় পর্যায়ে আলোচিত হচ্ছে। মহাজোট সরকারের আমলে শিক্ষা প্রসার নীতির কারণে একটি জীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এখন নগরীর সবচেয়ে প্রিয় বিদ্যাপীঠে পরিণত হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

জে.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি’র ফলাফল শতভাগ সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। আগামীতে এই প্রতিষ্ঠান যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করতে পারে সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সোমবার(২৭ ফেব্রুয়ারী) কাজেম আলী স্কুল এন্ড কলেজের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনকালে পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক উপর্যুক্ত কথা বলেন।

সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক অর্থায়নে দুটি কক্ষবিশিষ্ট নতুন ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ সানজিদা মোখতার, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুলী, মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুঁইয়া সহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ভবন উদ্বোধন শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হেড মৌলানা সৈয়দ মোহাম্মদ মুছা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.