পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ বিতরণ বিভাগ অফিস সংলগ্ন ঝুঁকিপূর্ণ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের রবিবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো ফারুক (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত ফারুককে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি) অফিসের উত্তর পাশে ঝুঁকিপূর্ণভাবে শিশুসহ নারী-পুরুষ বসবাস করে আসছে। ব্যবসায়ী মো. নাছির উদ্দিনসহ স্থানীয় লোকজন এ ঝুঁিকপূর্ণ বিদ্যুৎ লাইন সড়িয়ে নিতে ইতোপূর্বে বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার এবিএম মোকারক উল্লাহ বলেন, বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে ওই এলাকার কয়েকজন ব্যক্তি বেআইনিভাবে বহুতল ভবন নির্মাণ করেছে। যার কারণে ওই এলাকাটি ঝুঁঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরও তদন্তপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.