ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে বিজয়’৭১ এর শ্রদ্ধাঞ্জলি

0

সিটিনিউজ ডেস্ক :  ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে বিজয়’৭১ এর শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে বিজয়’৭১ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি এডভোকেট নীলুকান্তি দাশ নীলমণি’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ডা: রাজীব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির ডাক, স্বাধীনতা যুদ্ধের ডাক, অর্থনৈতিক মুক্তির ডাক, ৭ কোটি বাঙালিকে একতাবদ্ধ করার ডাক। আর সেই ডাকে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হয়েছে।

দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করছে, বঙ্গবন্ধু যে স্বপ্ন লালন পালন করেছে আজকের এই দিনে আমাদের সবাইকে শপথ নিতে হবে, সবাই মিলে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর সে স্বপ্নকে আমরা যেন বাস্তবে রূপ দিতে পারি।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, ড. জিনবোধি ভিক্ষু, জাসদ উত্তর জেলা সভাপতি ভানু রঞ্জন চক্রবর্ত্তী, অধ্যাপক মাসুম চৌধুরী, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, সজল চৌধুরী, প্রকৌশলী টি কে সিকদার, ডা: আর কে রুবেল, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, মিলন কান্তি দেবনাথ, ডাঃ জামাল উদ্দিন, ডা: এস কে পাল সুজন, নুরুল আবছার চৌধুরী, ডা: মো: আইয়েজ, সোমেন বড়ুয়া, রিংকু ভট্টচার্য্য, গোপাল দাশ টিপু, ডা: এনায়েত উল্লাহ, বরুণ কুমার আচার্য্য বলাই, সমীরণ পাল, আসিফ ইকবাল, রোজি চৌধুরী, ডা: তারেক সরকার, শান্তা পাল, ডাঃ প্রণতোষ, মো: রাশেদ, আইমন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.