আনোয়ারায় নির্মিত হচ্ছে ৩০ সেতু

0

জাহেদুল হক, আনোয়ারা::আনোয়ারায় গ্রামীণ জনপদে ৬ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৩০টি সেতু। ইতিমধ্যে ১৬টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরের ১৪টি সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ফলে আনোয়ারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা হয়েছে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা (অ:দা:) মোঃ আবুল হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বিগত ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৬টি সেতু নির্মাণ করা হয়েছে। চলতি অর্থবছরে আরো ১৪টি সেতুর নির্মাণ কাজ চলছে।

তিনি আরো বলেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনায় কঠোর নজরদারির মাধ্যমে সেতুগুলোর নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। যাতে নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা কোন ধরনের অনিয়মের আশ্রয় নিতে না পারে। ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত সেতুগুলো হচ্ছে বটতলী ইউনিয়নে ২৭ লক্ষ ৯৪ হাজার ২শ ৫৬ টাকা ব্যয়ে বড়ুয়াপাড়া সড়কে শ্রীমতি খালের উপর সেতু, বরুমচড়া ইউনিয়নে ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে নলদিয়া বাঘমারার চর মোহছেন আউলিয়া খালের উপর সেতু, ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে নলদিয়া বাঘমারার চর মোহছেন আউলিয়া খালের সেতু, ২৭ লক্ষ ৯৪ হাজার ২শ ৫৬ টাকা ব্যয়ে তজুম্বল আলী সড়কের লেমুর খালের সেতু, বারশত ইউনিয়নে ২১ লক্ষ ৩৫ হাজার ৮শ ৯১ টাকা ব্যয়ে বোয়ালিয়া-চালিতাতলী সংযোগ সড়কে সেতু ও ১৯ লক্ষ ৭৪ হাজার ১শ ৫৬ টাকা ব্যয়ে কান্তির হাট-বোয়ালিয়া খালের উপর সেতু, পরৈকোড়া ইউনিয়নে ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে মাহাতা অলী আহমদ সড়কে কাউখালী খালের সেতু, ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে মুরালী তিশরী সড়কে বেউলীয়া খালের সেতু, ১৯ লক্ষ ৭৪ হাজার ১শ ৫৬ টাকা ব্যয়ে মাহাতা অলী আহম্মদ সড়কে পূর্ব কন্যারা দহিদার খালের সেতু, ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে শীতল বাড়ি সড়কে শীতলা খালের সেতু ও ২৬ লক্ষ ৭৮ হাজার ৯শ ৩৬ টাকা ব্যয়ে পরৈকোড়া খাইয়ের আহম্মদ সড়কে সেতু, রায়পুর ইউনিয়নে ১৪ লক্ষ ৫০ হাজার ৬শ ৫ টাকা ব্যয়ে নজুমিয়া সড়কে সেতু, বারখাইন ইউনিয়নে ১৪ লক্ষ ৫০ হাজার ৬শ ৫ টাকা ব্যয়ে ডাক্তার সুজিত দত্ত সড়কে কোদালা খালের উপর সেতু, বৈরাগ ইউনিয়নে ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে শাহ্ করম উদ্দিন আউলিয়া সড়কের বেউলিয়া খালের উপর সেতু, ৩২ লক্ষ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে বৈরাগ পশ্চিম পাড়া জামে মসজিদ সড়কে কান্দুরী খালের সেতু, চাতরী ইউনিয়নে ১৬ লক্ষ ৭৫ হাজার ৫শ ৪৬ টাকা ব্যয়ে কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে কেয়াগড় খালের উপর সেতু নির্মিত হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে নির্মাণাধীন সেতুগুলো হচ্ছে হাইলধর ইউনিয়নে ১৪ লক্ষ ৫০ হাজার ৬শ ৫ টাকা ব্যয়ে দক্ষিণ ইছাখালী শীল বাড়ি সড়কে সেতু, ১৯ লক্ষ ৭৪ হাজার ১শ ৫৬ টাকা ব্যয়ে পীরখাইন আব্দুল করিম সংযোগ সড়কে মজিদ খালের সেতু ও ১৯ লক্ষ ৭৪ হাজার ১শ ৫৬ টাকা ব্যয়ে গুজরা কুনির বিল সড়কে গুজরা সংযোগ খালের উপর সেতু, বরুমচড়া ইউনিয়নে ২৯ লক্ষ ৫৭ হাজার ৮শ ৩৭ টাকা ব্যয়ে মানববিবি সড়কে লেমুর খালের উপর সেতু, বারখাইন ইউনিয়নে ১৩ লক্ষ ২৩ হাজার ২শ ৭৮ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা আবু সড়কে বোগারপাড়া খালের উপর সেতু, ২১ লক্ষ ৩৫ হাজার ৮শ ৯১ টাকা ব্যয়ে মিয়া হাজি দৌলত মাজার সড়কে কোদালা খালের উপর সেতু ও ১৫ লক্ষ ৬৩ হাজার ৪শ ৮ টাকা ব্যয়ে মানিক চন্দ্র সড়কে কোদালা শাখা খালের সেতু, বৈরাগ ইউনিয়নে ১২ লক্ষ ৭৫ হাজার ৯শ ৮ টাকা ব্যয়ে আব্দুল আজিজ সড়কে সোনাইছড়ি ছড়ার সেতু, ১৯ লক্ষ ৭৪ হাজার ১শ ৫৬ টাকা ব্যয়ে মোহাম্মদপুর রাস্তায় কান্দুরী খালের সেতু, পরৈকোড়া ইউনিয়নে ২৪ লক্ষ ৬৮ হাজার ৯শ ১৫ টাকা ব্যয়ে চেনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে পূর্ব কন্যারা খালের সেতু, ১৩ লক্ষ ২৩ হাজার ২শ ৭৮ টাকা ব্যয়ে দেউতলা দক্ষিণ পাড়া সড়কে মধ্যম খালের সেতু, রায়পুর ইউনিয়নে ১৪ লক্ষ ৫০ হাজার ৬শ ৫ টাকা ব্যয়ে করিম মাঝি সড়কে সুফিয়ার মার খালের সেতু ও ১৩ লক্ষ ২৩ হাজার ২শ ৭৮ টাকা ব্যয়ে জাহেদ তালুকদার সড়কে মগ খালের সেতু, চাতরী ইউনিয়নে ১৬ লক্ষ ৭৫ হাজার ৫শ ৪৬ টাকা ব্যয়ে ডুমুরিয়া খয়রাতি বাড়ি সড়কে সেতু নির্মাণ কাজ চলছে।
এ ব্যপারে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, সরকারি ভাবে একটি উপজেলার জন্য বছরে মাত্র ২-৩টি সেতুর বরাদ্দ হয়। ভূমি প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে মোট ৩০টি সেতুর জন্য ৬ কোটি ৬৫ লক্ষ ৬৮ হাজার ৫ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিগত অর্থবছরের ১৬টি সেতুর কাজ সমাপ্ত হয়েছে। চলতি অর্থবছরে ১৪টি সেতুর নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ সমাপ্ত হলে উপজেলার গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা নতুন মাইলফলকের সূচনা হবে। পরিবর্তন আসবে জনগণের জীবন যাত্রায়। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে কৃষক সমাজের। আমি এবং ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছি। ভবিষ্যতেও এলাকাবাসির জন্য কাজ করে যাব।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.