পটিয়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি::চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পটিয়া উপজেলা, সততা সংঘ এবং পটিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় সমাজে সততা ও নিষ্ঠাবোধ তৈরী এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করে।

পটিয়া উপজেলা পরিষদ সম্মুখে সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়ের উপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: দৌলতুজ্জামান খাঁন, দুদক চট্টগ্রামে উপ-পরিচালক মো: মোশারফ হোসেন মৃধা, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু,পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দৌজা, ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, আফরোজা বেগম জলি, দুপ্রক পটিয়ার সভাপতি ডা: কে আখতার, সাধারণ সম্পাদক ডা: সংঘপ্রিয় থেরো, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন প্রমুখ।

এতে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তারা বলেন, দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইব না এ প্রত্যয়ে জনসচেতনতা তৈরী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.