হোলি উৎসবে শাহরুখের মাতাল নাচ!

0

বিনোদন :  শাহরুখ খান বলিউডে সুপারস্টার। স্টারডমের কারণে এখন অনেক কিছুই নিজের মন মত করতেও পারেন না। কিন্তু নব্বই দশকের এর শুরুতে তিনি তখনো সুপার স্টার হয়ে উঠেন নি। তাইতো সেসময় বউ গৌরি খানকে সঙ্গে নিয়ে পাবলিক প্লেসে মেতে উঠতেন হোলি খেলায়।

বিভিন্ন রংয়ের আভায় মাখামাখি শাহরুখ-গৌরীর হোলি উৎসবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়ে গেছে।

সূত্রে জানা যায়, ভিডিও টি ১৯৯৫ সালে পরিচালক সুভাষ ঘাইয়ের হোলি ব্যাশের। সেখানে রাকেশ রোশন, চাঙ্কি পান্ডে সহ আরো অনেকেই ছিলেন। কিন্তু শাহরুখ-গৌড়ির নজরকাড়া নাচেই শুধু চোখ আটকে যাবে।
শাহরুখ বর্তমানে কাঁধের সার্জারি শেষে ব্রিশামে আছেন। সালমান খানের পরবর্তী সিনেমা ‘টিউবলাইটে’ তিনি ক্যমিও রোল করছেন। ইন্ডিয়া টাইমস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.