নকল বিএসটিআই এর নাম্বার ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা 

0
কামরুল ইসলাম দুলু::সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল বিএসটিআই এর নাম্বার ব্যবহার,অপরিস্কার, নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারা ৩৭ এবং ধারা ৪৫ লংঘনের দায়ে রশিদ বেকারীর মালিক আব্দুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৪ মার্চ)  বেলা সাড়ে ১১টার সময় মাদামবিবির হাট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন
বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত বেকারী বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ ১৫ বছর ধরে ব্যবসা করছেন আব্দুর রশিদ কিন্তু বিএসটিআই এর কোন লাইসেন্স না নিয়ে বিস্কুটের প্যাকেটে বিএসটিআই এর ভূয়াঁ নাম্বার ও লোগো ব্যাবহার করে আসছে।
এছাড়া নোংরা পুকুরের পানি,গুড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক,ঘি এর বদল ডালডা ব্যবহার করছে বিস্কুট তৈরীতে। প্যাকেটের গায়ে উল্লেখ নেই উৎপাদন তারিখ। ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.