দ্বিতীয় দিনেও শুরুটা ভালো বাংলাদেশের

0
স্পোর্টস ডেস্ক::দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কানদের ৭ উইকেট সংগ্রহের পর দ্বিতীয় দিনের শুরুতেই সফলতা পেয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে এ সময় উইকেট শিকার করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হেরাথকে দলীয় ২৫০ রানে সাজঘরে ফেরান সাকিব।
এর আগে শততম টেস্টের রোমাঞ্চ নিয়ে ২২ গজে টস লড়াইয়ে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ভাগ্য এবারও মুশির দিকে ফিরে তাকায়নি। যেমনটা তাকায়নি গল টেস্টে। তাই এবারও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত লঙ্কানদের।
দলনায়ক টস জিততে না পারলেও, হতাশ করেননি বাংলাদেশের বোলাররা। তারাও তো রোমাঞ্চের সাগরে হাবুডুবু খাচ্ছেন। তাই শ্রীলঙ্কার দুই ওপেনারকে দুর্দান্ত সব ডেলিভারিতে চেপে ধরেন টাইগার দুই উদ্বোধনী বোলার মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়। শেষ পর্যন্ত মিরাজ, সাকিব ও তাইজুলের কল্যাণে ২৩৮ রানে লঙ্কানদের আটকে রেখে ৭ উইকেট সংগ্রহ করে নেয় বাংলাদেশ। ক্রিক ইনফো।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.