শ্বাসরুদ্ধকর ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ সমাপ্ত

0
কামরুল ইসলাম দুলু::চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার ছায়ানীড় বাড়ির জঙ্গি আস্তানায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াত টিমের নেতৃত্বে শুরু হওয়া ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।
তিনি তাৎক্ষনিক সাংবাদিকদের জানান, ছায়ানীড় নামে ওই বাড়িতে আর কোনো জঙ্গি নেই। তাই এ অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে ওই ভবনের ভেতরে অনেক বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ভবনের ছাদে কয়েকটি আত্মঘাতী কয়েকটি অবিস্ফোরিত শক্তিশালী বোমা রয়েছে। তা নিষ্ক্রিয়করণের কাছ চলছে। তবে অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করলেও পুরো বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৬টার কিছু পর থেকে ছায়ানীড় জঙ্গি আস্তানায় ঢাকা থেকে আসা বিশেষ টিমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে তাদের সাথে অংশ নিয়েছে চট্টগ্রামের সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা।সকাল ৬ টায় অভিযান পরিচালনার ঘোষণা দেন তারা। সকাল ৬ টা ১৫ মিনিটে সোয়াত টিম অপারেশন শুরু করে। তারা ফায়ারিং করতে করতে জঙ্গীদের নিকটে পৌছলে জঙ্গীদের কোমরে থাকা আত্নঘাতি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এতে দুই জঙ্গীর দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। সোয়াতের আক্রমনে একজন মহিলাসহ দুই জঙ্গীর মৃত্যু হয়। গ্রেনেডটি বিস্ফোরণে বিকটশব্দে পুরো এলাকা কম্পিত হয়ে যায়। দুই জঙ্গীর দেহ ছিন্নবিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। গতকাল দুপুর তিনটা থেকে ছায়ানীড় বিল্ডিংএ ৪ পরিবারের নারী, শিশুসহ ১৮ জন আটকা পড়ে। রেহানা আক্তার স্বামী মৃত ওয়ালিউল্লা নামের এই মহিলার মালিকানাধীন ছায়ানীড় বিল্ডিংএ গত দুই সাপ্তাহ আগে জঙ্গীরা ভাড়া নেয়। উল্লেখ্য যে, গতকাল বুধবার সীতাকুণ্ডের নামার বাজার এলাকার সাধন কুঠির বিল্ডিংএ স্বামী-স্ত্রী দুই জঙ্গী আটক হয়, একই সময় ছায়নীড় বিল্ডিংএ জঙ্গীদের আস্তানার সন্ধ্যান পাওয়া যায়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.