‘‌‌জঙ্গিবাদ নিয়ে উদ্দেশ্য হাসিল করতে চায় সরকার’

0

সিটিনিউজ ডেস্ক:: রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে সংশয় প্রকাশের পর এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তনায় অভিযান নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অভিযান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে রহস্য রয়েছে।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল। নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নব গঠিত কাযনির্বাহী কমিটির নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিতে যান তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানকে কীভাবে দেখছেন-এ বিষয়ে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘জঙ্গিবাদের অভিযোগে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কম সংখ্যক লোককেই বিচারের আওতায় আনা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জন্য কিছুটা রহস্য থেকে যাচ্ছে।’

এর আগেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল। গত ২৮ আগস্ট হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে খালেদা জিয়া পুলিশের জঙ্গিবিরোধী অভিযানকে নাটক বলেছিলেন। এই দিন নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত হন সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দানকারী হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী।

সেদিন খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত সত্যিকারের কোনো জঙ্গি ধরেনি। সবাইকে বলেছে এই জঙ্গি, অমুক জঙ্গি, অমুক সন্ত্রাসী, কাউকে ক্রসফায়ার করে মেরে ফেলা হয়েছে। এসব করে তারা খুব বাহবা নেয়।…কিন্তু এসব কী আসলে সত্যি জিনিস, এসব কি আসলে বিশ্বাসযোগ্য জিনিস? আমাদের প্রশ্ন- কেন আমাদের পুলিশ বাহিনী ধরতে পারবে না?  জঙ্গিরা মারা যাচ্ছে ভালো। কিন্তু কেন তাদের জীবিত ধরা হচ্ছে না? এখান থেকে সব কিছু বোঝা যায়।’

পরে যতগুলো সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান হয়েছে তার প্রতিটির ব্যাপারেই প্রশ্ন তুলেছে বিএনপি। সবশেষ গত ডিসেম্বরে উত্তরার আশকোনা অভিযান নিয়ে প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার মির্জা ফখরুল যখন রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান, তখন চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিনের জঙ্গিবিরোধী অভিযানের সমাপ্তি টেনেছে পুলিশ। বাহিনীটি জানায়, চট্টগ্রামে বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।

জঙ্গিবিরোধী আগের প্রায় সব কটি অভিযান নিয়ে প্রশ্ন তোলা বিএনপি সীতাকুণ্ড অভিযানকে কীভাবে দেখছে-জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী যেমন র‌্যাব-পুলিশের বক্তব্যেও সামঞ্জস্য নেই, তাদের বক্তব্য সাংঘর্ষিক। জঙ্গি নিয়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থার দাবির মধ্যে অনেক ফারাক রয়েছে। তাই জঙ্গিবাদ নিয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে কি না, জঙ্গিবাদ নির্মূলে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এসব নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রথমেই বলেছিলাম, জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐক্যমত সৃষ্টি করা প্রয়োজন। সেই জন্য আমরা আহ্বানও জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সারা না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে বলে আমরা মনে করি।’

অন্য এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘২০০৮ সালের ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সব সময় যে প্রাক্টিস করেছে, তা হলো- একটি ইস্যু যখন জনগণের সামনে চলে আসে, তখন আরেকটি ইস্যু তৈরি করে সেটাকে ধামাচাপা দিতে চায়। এটা আওয়ামী লীগের একটা হীন কৌশল। কিন্তু জনগণ সচেতন, জনগণ সঠিক সময়, সঠিকভাবে সেটার জবাব দেবে বলে আমার বিশ্বাস।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.