জঙ্গি দমনে সরকারের পদক্ষেপে মানুষের বিশ্বাস নেই: আমির খসরু

0
সিটিনিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নিজেদের বৈধতা পাওয়ার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করছে। জঙ্গি দমনে সরকারের পদক্ষেপে মানুষের বিশ্বাস নেই। কিছুদিন আগে শুনলাম ‘র’ এর সহযোগিতায় বিএনপি ক্ষমতায় এসেছিল। কথাগুলো বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে। এখন আবার শুনছি জঙ্গিবাদের কথা। কয়েকদিন ধরে লক্ষ্য করবেন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং সরকারের যে অ্যাকশন এসবের ওপর জনগণের বিশ্বাস নেই।
শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী সমাজকল্যাণ দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘যদি বিশ্বাস না থাকে আর শুধু র্যাব-পুলিশ দিয়ে জঙ্গিবাদ নিধন করতে করতে চান এবং বিশ্বাসযোগ্যতার প্রশ্ন চলে আসে তাহলে কীভাবে জঙ্গিবাদ দমন করবেন।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটা কঠিন বিষয়। এটা নিয়ে হেলাফেলা করবেন না। এখানে জাতীয় ঐক্যের বিষয় আছে। বিশ্বাসযোগ্যতার বিষয় আছে। কিন্তু বিরোধীদল, ভিন্নপথ, ভিন্নমত দমনে এটাকে ব্যবহারের যে তত্পতরা চলছে এইভাবে জঙ্গিবাদ দমন করা যাবে না।’
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.