আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও নৈরাজ্য পছন্দ করে না : নাসিম

0

সিটিনিউজবিডি :আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ হত্যা,ক্যু’র রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও নৈরাজ্য পছন্দ করে না।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে। বর্তমান মেয়াদ শেষে ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে।
মোহাম্মদ নাসিম আজ শুক্রবার বিকেলে স্থানীয় ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল পূব সমাবেশে এসব কথা বলেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জঙ্গী দমন হয়েছে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠেছে। দেশের মানুষের মৌলিক অধিকার ভাত-কাপড়ের নিশ্চয়তা দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, সার, বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে। শিশু মৃত্যু, মাত মৃত্যু হার কমেছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গ্রাম গঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না।
এর আগে মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে তিন শ’ আশি পরিবারের মধ্যে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন এবং সাধারন সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারির নির্বাচন না হলে এই অজপাড়াগাঁয়ে আজ বিদ্যুত সংযোগ দেযা যেতো না। বিদ্যুৎ উৎপাদন এবং নিরবিচ্ছিন্ন সরবরাহে সরকারের সফলতায় গ্রামের মানুষও এখন বিদ্যুতের সুবিধা ভোগ করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.