এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে: প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছ্নে, ‘বিশ্ব প্রতিনিয়িত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তোমাদেরও তাল মেলাতে হবে।’

তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে আমাদের মেধা আমরাই সৃষ্টি করছি। দেশের উন্নয়নে যে দক্ষ ও উদ্ভাবনী জনশক্তি দরকার তা দেশেই সৃষ্টি করতে হবে। এ জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।’

বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০১৩ ও ২০১৪ সালে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএপ্রাপ্ত ২৩৩ মেধাবী শিক্ষার্থীকে বুধবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হয়।

এর মধ্যে ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ কৃতী শিক্ষার্থী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক ও সনদ তুলে দেন।

বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার মাসে দেশের কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে পেরে আমি গৌরব বোধ করছি।’

তিনি বলেন, ‘আমরা নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। বিশাল সমুদ্র সম্পদের সুরক্ষা আমাদেরই করতে হবে। আমরা পদ্মাসেতু নির্মাণ করছি, গড়ে তুলছি নিজেদের বিদ্যুৎ প্রকল্প। আর এসব ক্ষেত্রে আমাদের প্রয়োজন মেধাবী, দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি। যা নিজেদেরই উৎপাদন করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যান, বর্তমান ও সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, ইউজিসির কর্মকর্তা ও স্বর্ণপদকপ্রাপ্তদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.