লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

0
আন্তর্জাতিক ডেস্ক:: লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। প্রাথমিকভাবে জানা যায়, এ ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়। কিন্তু পরবর্তীতে বিবিসি জানায়, পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এই ঘটনায় গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে মুলতবি ঘোষণা করা হয়েছে পার্লামেন্টের অধিবেশন।
এই হামলায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত পুলিশ অফিসারের নাম পিসি কেইথ পালমার (৪৮)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, এই হামলা ‘অসুস্থ ও নির্লজ্জ’। এর মাধ্যমে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত কথা বলার অধিকারের বিরুদ্ধে হামলা করা হল।
এই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু তার নাম পুলিশ গণমাধ্যমকে জানায়নি।
ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান মার্ক রাওলি বলেন, হামলাকারীর বিস্তারিত পরিচয় আমরা পেয়েছি। এই হামলার জন্য আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এই ব্যক্তি।
এই হামলার পর থেকে এখন পর্যন্ত গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিবিসি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.