কলমপতি বারুনী স্নানে সনাতন ধর্মীয়দের মিলন মেলা

0

রাউজান প্রতিনিধি :  রাউজানে বারুনী স্নান মেলায় সনাতন ধর্মীয় অনুসারীদের মিলন মেলা। রোববার(২৬ মার্চ) ২০১৭ খ্রি. রবিবার সকাল থেকে রাউজানের ডাবুয়া ইউনিয়নের কলমপতি মন্দাকিনি তপোবন আশ্রম মন্দিরের পার্শ্বে খাসঁকালী খালের মধ্যে মাটির বাধ দিয়ে আটক করা পানিতে সনাতন ধর্মীয় অনুসারী নারী, পুরুষ, যুবক, যুবতী, শিশু কিশোরেরা স্নান করে তাদের মনোবাসনা পুর্ণ করেন । বারুনী স্নান উপলক্ষে পাল্টা কীত্তর্ন অনুষ্টিত হয় ।

কলমপতি বারুনী স্নানে সনাতন ধর্মীয়

কীর্ত্তন শেষে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের পুরাহিত্যে গীতাযজ্ঞ অনুষ্টিত হয় । মন্দাকিনি তপোবন আশ্রম পরিচালন কমিটির সভাপতি রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সুধির দে এর পরিচালনায় ধর্মীয় আলোচনা সবা অনুষ্টিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । উক্ত বারুনী স্নান মেলায় কলমপতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দে এর নেতৃত্বে পরিষদের সকল সদস্যদের নিয়ে সনাতন ধর্মীয় অনুসারীদের বিনামূল্যে শরবত বিতরন করেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.