মুরাদপুরে অগ্নিকাণ্ড, ৫০ বসত ঘর ভষ্মীভূত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক কাঁচাঘর পুড়েছে।

মঙ্গলবার দুপুরে মুরাদপুর শুলকবহরের চেয়ারম্যান কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা বলছেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার জাহান।

তিনি বলেন, মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের ফ্যক্টরির পেছনে চেয়ারম্যান কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সূত্রপাতের বিষয়ে তদন্ত হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.