বরমা স্বনির্ভর সেতুবন্ধন স্পন্দনের ধর্মসভা ও গীতাযজ্ঞ

0

নিজস্ব প্রতিবেদক :  চন্দনাইশের বরমা স্বনির্ভর সেতুবন্ধন শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে স্পন্দন গীতা বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও বিশ্ব শান্তি কামনায় পুষ্প গীতাযজ্ঞ ২৫ -২৬ মার্চ শনি ও রবি বার অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অবধুত মহারাজ ও আর্শীবাদক হিসাবে শ্রীমৎ রিটুপানন্দ ব্রক্ষ্মচারী ও শিবানন্দ ব্রক্ষ্মচারী উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত গীতা পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু আহমদ চৌধুরী জুনু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট কবি শেখর নাথ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অরুপ রতন চক্রবর্ত্তী, চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত, সাবেক সভাপতি মাষ্টার বিজয় কৃষ্ণ ধর, উপজেলা শ্রমিক লীগের

সভাপতি মাহমুদুল হক বাবুল, সাংবাদিক এস কফিল, ডাঃ বিমল তালুকদার, কুমার রায় চৌধুরী, এড. স্বপন দেব, অধ্যাপক তপন সুশীল, ইউপি মেম্বার সুনীল দেব সোনা, মাষ্টার স্বপন দত্ত। স্বাগত বক্তব্য দেন ধর্মানুরাগী দীপক দেব। তপন চক্রবর্ত্তীর পরিচালনায় অনুষ্ঠিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রণব দেব, সুমন দত্ত, বীরউত্তম চক্রবর্ত্তী, বাপ্পী ধর, কবিয়াল দিলীপ সরকার, অমল দেবনাথ, রাজীব দেব, সুমন দেব, বিশ্বনাথ দেব, কমল দেব প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.