কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ রিজভীর

0

সিটিনিউজ ডেস্ক::কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লা নির্বাচনী এলাকার বেশ কয়েকটি কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে। ধানের শীষের প্রার্থীও এই অভিযোগ করেছেন।’

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্রীয় মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রথমবার সংবাদ সম্মেলন করেন রিজভী। এরপর তিনি সংবাদ সম্মেলন করেন বেলা একটার দিকে।

রিজভী বলেন, “বিএনপি নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে ‘আওয়ামী গুণ্ডাবাহিনী’। এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে।”

সকাল আটটার সময় কুমিল্লার ১০৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর সকালে তিনটি কেন্দ্র নিয়ে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নেতা মনিরুল হক সাক্কু। দুপুরের দিকে দুটি কেন্দ্রে দুই পক্ষের মধ্যে গোলযোগের পর ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।

রিজভী বলেন, ‘সকাল এগারটার দিকে ২১ নং ওয়ার্ডের ৮৪ নং জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন ভোট কেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট প্রদান করে। এ সময় আওয়ামী লীগের ক্যাডারা সিটি কলেজ কেন্দ্রে ব্যাপক ককটেল বিস্ফোরণ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।’

বিএনপি নেতার অভিযোগ, ‘শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় ভোটারদের ওপর হামলা করে আতঙ্ক সৃষ্টি করে। রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলি দখল করে ক্ষমতাশীনরা জাল ভেট মেরেছে বলে এলাকাবাসী অভিযোগ করছে।’

“বিভিন্ন ভোট কেন্দ্রে ‘আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা’ নৌকা প্রতীকে সিল মারছে”-এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সন্ত্রাসীরা কেন্দ্রসহ আশে পশে ব্যাপক বোমাবাজী ও গুলিবর্ষণ করে ত্রাসের সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হলে তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও এখনও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। অনেক জায়গায় ধানের শীষের এজেন্টদের জিম্মি করে জাল ভোট প্রদান করছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.