আফ্রিকা-বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছেছে

0

সিটিনিউজবিডি  :    চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সোমবার দুপুর সাড়ে তিনটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে উভয় দল। এরপর সেখানকার আনুষ্ঠানিকতা শেষে কড়া নিরাপত্তার মধ্যে বিকেলে পৌণে পাঁচটার দিকে তাদের নিয়ে আসা হয় হোটেল রেডিসন ব্লু-তে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যানেজার ফজলে বারী খান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্র জানায়, সোমবার টিম বাংলাদেশ ও টিম আফ্রিকা হোটেলে সময় পার করলেও আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও তিনটা তেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে।

আগামী ১৫ জুলাই বিকেল তিনটায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। পরে একই মাঠে ২১ জুলাই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে উভয় দল।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ঢাকার শের ই বাংলায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা এনেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.