সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানকে বরখাস্ত

0

সিটিনিউজবিডি  :    নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন। শিগগিরই বুহারি এই তিন পদে নতুন নিয়োগের কথা ঘোষণা করতে যাচ্ছেন। প্রেসিডেন্টের মুখপাত্র সোমবার বার্তা সংস্থা বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

তিন বাহিনীর প্রধানের এই বরখাস্তের ঘটনায় অবশ্য নতুন করে বিস্ময়ের কিছু নেই। কারণ বুহারি বরাবরই চরমপন্থি সংগঠন বোকো হারামকে মোকাবেলায় সামরিক বাহিনীর ব্যর্থতার সমালোচনা করে আসছিলেন। সম্প্রতি বোকো হারাম নাইজেরিয়ায় বিভিন্ন স্থানে গেরিলা হামলা চালিয়ে আড়াই শতাধিক মানুষকে হত্যা করেছে।

আশা করা হচ্ছে নতুন নিয়োগ পাওয়া তিন বাহিনীর প্রধান বোকো হারামকে মোকাবেলায় প্রতিবেশি চাদ, ক্যামেরন ও নাইজারের যৌথবাহিনীর সঙ্গে যোগ দেবেন। এই তিনটি দেশে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে বোকো হারাম।

রোববার ক্যামেরনে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় বোকো হারাম জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একই দিন নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত হয়েছে দুই সেনা। এর আগে শনিবার চাদে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে ১৫ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.