বরমা  বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

চন্দনাইশ প্রতিনিধি :চন্দনাইশ উপজেলার বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত এসএমসির অভিষেক, মা (অভিভাবক) সমাবেশ, মানসম্মত বাসন্তী পিঠা প্রদর্শনী, শিক্ষার্থী বান্ধব শপিংমল ‘সততা স্টোর’ উদ্বোধন, ত্রৈমাসিক দেয়ালিকা ‘সুচনা’ উদ্বোধন, পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, শ্রেণি কার্যক্রম এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ এপ্রিল বুধবার বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লুৎফুর রহমান, এসএমসির সভাপতি এডভোকেট এস এম ওসমান’র সভাপতিত্বে এবং শিক্ষক সুবর্ণা ব্যানার্জী ও নাজমিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আশরাফুল আলম সিরাজী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দাতা আনোয়ারুল ইসলাম, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, এসএমসির সহ-সভাপতি ও বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের দাতা সৈয়দ শিবলী ছাদেক কফিল, এসএমসির সদস্য কুমার রায় চৌধুরী, মো: আবদুল হামিদ, সৈয়দা রাহনুমা আকতার কণা ও রত্না রাণী তালুকদার।

স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সেলিনা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রুনু চৌধুরী, জহুরুল আলম, কাজী মো: নুরুল আবছার, সুবর্ণা ব্যানার্জী, নাজমিন আকতার, তানিয়া বেগম চৌধুরী, রিতা দে, মিতা সেন, ফাতেমা আকতার, সায়মা তারছিলা, অভিভাবক সাজেদা আফরিন, পুরবী প্রসাদ, প্রেমা প্রসাদ জুঁই প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.