শেষ ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা

0

সিটিনিউজবিডিঃ সিরিজের প্রথম ওয়ানডেওটি ছিল বৃষ্টি,  খেলা হয়েছিল ৩৮ ওভারের এবং দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা ছিল না। পুরো ম্যাচই মাঠে গড়িয়েছে এবং বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

আজ সকাল থেকে চট্টগ্রামের আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি। তখনই দেখা দিয়েছিল তৃতীয় ওয়ানডে নিয়ে শঙ্কার কালো মেঘ। মাঝে মেঘ সরে গিয়ে রোদও উঠে গিয়েছিল। কিন্তু বর্ষার আকাশ নিয়ে তো আর ভবিষ্যদ্বানী করা যায় না। সুতরাং, আবারও বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে । প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় নিয়ে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা। আজ জিততে পারলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ।

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.