কোচিং নির্ভর হলে চলবে না

0

শহিদুল ইসলাম,উখিয়া (কক্সবাজার):: দুদক কমিশনার ড.নাসির উদ্দিন আহম্মেদ দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি । আজকের শির্ক্ষাথীরা আগামী দিনের দেশের কর্ণধার । শিক্ষক ও অভিভাবকদের সমন্নয় থাকতে হবে । শ্রেনিকক্ষে ভাল করে পাঠদান করতে হবে। কোচিং নির্ভর হলে চলবে না । জিপিএ-৫ পাওয়া বড় কিছু নয় । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান । উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় হবে দুর্নীতি মুক্ত সূতিকার ।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে উখিয়া সরকারী উচচ বিদ্যালয় হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন । উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: আলী ।

এসময় ছিলেন, দুদকের পরিচালক ( প্রতিরোধ ও গণ সচেতনতা) মো মনিরুজ্জামান, চট্রগ্রামের বিভাগীয় পরিচালক মো :আবু সাঈদ, ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম, চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাঈন উদ্দিন কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক অজিত দাশ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যারয় প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী । এর আগে স্কুলের শির্ক্ষাথীদেও শপথ বাক্য পাঠ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এড.আবদুর রহিম । অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মৌলানা আবদুস সালাম ও গীতা পাঠ করেন অর্পিত দে । পরে শিক্ষাথীদের দুইটি নাটিকা দেখানো হয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.