সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে -ইউল্যাব

0

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার (এসডব্লিউসি) ক্লাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে।

সোমবার মোহাম্মাদপুর বেড়িবাঁধের সন্নিকটে অবস্থিত ‘শনির বিল’-এর পার্শ্ববর্তী এলাকার তিন থেকে পনের বছর বয়সী সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ৩৫ সেট ঈদের নতুন পোশাক বিতরণ করে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা । পোশাক বিতরন অনুষ্ঠান বিকাল ৫টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে ৬টার দিকে।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অবহেলিত ও সুবিধাবঞ্চিত সেইসব শিশুদের মুখে শুধু ঈদের দিনের জন্য হলেও কিঞ্চিৎ হাসি ফোটানো।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব শুধু ঈদের পোশাক বিতরণ নয়, এর সঙ্গে সঙ্গে সমাজের আরো নানা সমস্যার ওপর কাজ করে আসছে। প্রতি চার মাস পরপর ইউল্যাব এসডব্লিউসি বিভিন্ন সংগঠনকে বিনামূল্যে রক্ত দিয়ে আসছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রাক্তন সভাপতি মো. তৌহিদুল ইসলাম (শাওন)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.