বোয়ালখালীতে ভুট্টাচাষে আগ্রহ বাড়াতে মাঠ দিবস

0

বোয়ালখালী প্রতিনিধি: ভুট্টাচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বোয়ালখালীতে মাঠ দিবস পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অদিপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল হক চৌধুরী। তিনি বলেন, অন্যান্য ফসল চাষের চেয়ে ভূট্টাচাষে খরচ কম। এর চাষ করে অধিক লাভবান হওয়া যায়।

মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইউনুচ চৌধুরী, নাবিলা ফার্মে স্বত্ত্বাধিকারী তসলিম মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বশর, কৃষক প্রতিনিধি আবদুল হালিম ও এসএম বাবর।

এর আগে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক কৃষকদের মাঝে চাষী পর্যায়ে বীজ, উৎপাদন প্রদর্শনী কৃষক, রাজস্ব খাতের প্রদর্শনী কৃষকদের মাঝে সার ও কৃষি উপকরণ বিতরণ করেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিক নিদের্শনা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.