চট্টগ্রামে ওয়াসার অবৈধ সংযোগ

0

নিজস্ব প্রতিনিধি : নগরীর বড়পোল এলাকায় মইন্যা পাড়া এলাকায় অবস্থিত ’আইকন টাওয়ার’ নামে এক বিশাল ফ্ল্যাটবাড়িতে অবৈধ ভাবে ওয়াসার সংযোগ দেওয়া হচ্ছে। ২৬ নং ওয়ার্ডের বড়পোল মইন্যা পাড়া সহ বিশাল এলাকায় ওয়াসার কোন সংযোগ না থাকলেও ২৫ নং ওয়ার্ড থেকে খালের ভেতর দিয়ে পাইপ নিয়ে ভবনে সংযোগ দেয়। খালের ভেতর দিয়ে পাইপ নিয়ে যাওয়াতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হবে।

আইকন টাওয়ারের ৮৪ টি ফ্ল্যাটে ওয়াসার সংযোগ দেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীকে পানি না দিয়ে নির্দিষ্ট এক ভবনে পানি সংযোগ প্রদান ও ২৫নং ওয়ার্ড থেকে ২৬নং ওয়ার্ডে খালের ভেতর দিয়ে গোপনে সংযোগ প্রদান সম্পুর্নরুপে অবৈধ বলে স্থানীয়রা জানান।

অভিযোগ রয়েছে, ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন এই অবৈধ সংযোগ সংযোজন ফি নিয়ে বৈধতার আড়ালে টাকার বিনিময়ে অবৈধভাবে সংযোগ দিয়েছেন। এ ব্যাপারে জানতে ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.