দক্ষিণ চট্টগ্রামে পাহাড় কেটে ইট ভাটা : প্রশাসন নীরব

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : সরকারের বিধি নিষেধ অমান্য করে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চল পাহাড়ে মাটি কেটে সরকার দলীয় এক শ্রেনীর কথিত লোকজন জমজমাট ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ মাটি বেশির ভাগ সংরক্ষিত এলাকায় ইট ভাটায় ব্যবহার হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। পাহাড়ের মাটি কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের হুমকির সম্মুখীন স্থানীয় বসবাসরতদের।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নীরব ভূমিকা রহস্যজনক মনে করেন অনেকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, পটিয়ার পূর্বাঞ্চল পাহাড় হাইদগাঁও, কচুয়াই, কেলিশহর, খরনা, চন্দনাইশের কাঞ্চনাবাদ, লর্ড শ্রীমাই, হাসিমপুর, দোহাজারী, বোয়ালখালীর আমুচিয়া করলডেঙ্গা পাহাড়, সাতকানিয়ার বাজালিয়া পাহাড়ে সরকার দলীয় লোকজন প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে জমজমাট ভাবে ব্যবসা চালিয়ে আসলেও স্থানীয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বার নীরব রয়েছে।

পরিবেশ বিপর্যয়ের ফলে আগামী বর্ষা মৌসুমে বড় ধরণের প্রাণ হানির ঘটনার আশংকা করেছে পাহাড়ে বসবাসরতরা। এব্যাপারে পরিবেশবাদী নেতৃবৃন্দের নীরবতা জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। পাহাড়ে ঢিলায় বসবাসরতরা এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণনের জন্য সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.