চট্টগ্রামে পাহাড় ধ্বসে মৃত্যুর ঘটনায় ২ জন আটক

0

সিটিনিউজবিডিঃ টানা কয়েক দিনের বৃষ্টির পর শনিবার রাত ২টার দিকে বায়েজিদের ট্যাংকির পাহাড়ের মাটি আলগা হয়ে নিচে আমিন কলোনির একটি ঘরের ওপর পড়লে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। এরা হলো- পাইপ মিস্ত্রি মো. শাহাজানের মেয়ে বিবি মরিয়ম (দেড় বছর), সালমা (৫) ও ছেলে আরাফাত হেসেন ফরিদ (১২)। ওই রাতেই লালখান বাজারের মতিঝর্ণার পোড়া কলোনিতে দেয়ালধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বায়েজিদ থানার এএসআই নাসির উদ্দীন জানান, থানার এসআই আব্দুল হালিম রবিবার রাতে পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন : মো. মঈনুদ্দিন, মো. রাসেল, মো. সোহেল, জয়নাল আবেদীন ও শাহাবুদ্দিন।

এদের মধ্যে শাহাবুদ্দিন ও জয়নাল আবেদীনকে রবিবার রাতে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এএসআই নাসির জানান। তিনি বলেন, ”তারা ওই পাহাড় কেটে ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.