প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যামেরনের বৈঠক

0

সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ক্যামেরন। এবং সেখানেই তাদের বৈঠক হয়।

এক দিনের ব্যক্তিগত সফরে বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকায় আসেন ডেভিড ক্যামেরন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম খাস্তগীর।

২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর স্বেচ্ছায় পদত্যাগ করেন ক্যামেরন। সফরকালে তিনি ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করবেন এবং ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন।

লন্ডন স্কুল অব ইকনোমিকসের এই সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই প্রবৃদ্ধির জন্য কাজ করছে। এই সেন্টারের উদ্যোগে গত মার্চে চালু হওয়া একটি কমিশনের চেয়ারম্যান ডেভিড ক্যামেরন। ঢাকায় ওই কমিশনের একটি কার্যালয়ও রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.