ডিটারজেন্ট পাউডার কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাসেম নগর এলাকায় ” এ কে এম কনজ্যুমার ” নামক একটি
ডিটারজেন্ট পাউডার কারখানাতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নের্তৃতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়,সম্পূর্ন অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় কয়েকজন মহিলাকে দিয়ে দেশীয় পদ্ধতিতে ইট, সিমেন্ট বালু মেশানোর যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার (ডিটারজেন্টের ব্রান্ডের নাম-আই এক্সট্রা)  বানানো হচ্ছিল। ম্যাজিস্ট্রেট কর্মরত দুইজন মহিলাকে জিজ্ঞাসা করলে তারা জানান, যে ডিটারজেন্ট বানানোর কোন জ্ঞান/অভিজ্ঞতা তাদের নাই তবে মালিক দেখিয়ে দেয়ার পর তারা নিজেরাই বিভিন্ন উপাদান মিশিয়ে ডিটারজেন্ট বানাচ্ছেন। প্রতিদিন ২০০ টাকা বেতনে তাদের চাকুরী ।
উক্ত কারখানার মালিক অরুপ মল্লিক এমন অপরাধের জন্য দু:খ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য এর আগেও একবার এই কারখানায় অভিযান চালানো হয়,তখন মালিককে পাওয়া যায়নি।লাইসেন্সের শর্ত প্রতিপালন না করে এবং সম্পূর্ন দেশীয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিটারজেন্ট বানানোর অপরাধে এ কে এম কনজ্যুমার এর মালিক-অরুপ মল্লিককে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মালিক মুচলেকা দিয়ে জানান তিনি আর এইসব কাজ করবেন না।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.