মিরসরাইয়ে লোকালয়ে অজগর

0

মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুর ১ টার সময় মিরসরাই পৌরসভার ৩ নম্বর নোয়াপাড়ার একটি বাদাম ক্ষেতে স্থানীয় চাষী হোসেন আলী অজগরটি দেখতে পেয়ে মিরসরাই বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

খবর পেয়ে গোভনীয়া বিটের বন কর্মকর্তা গোলাম কবির ঘটনাস্থলে এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। লম্বায় সাড়ে ৬ ফুট অজগর সাপটিকে বিকাল ৩ টার সময় মিরসরাইয়ের গোভনিয়া বিটের গোলটিলা নামক স্থানে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৬ টির অধিক অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। অভিজ্ঞ মহল বলছে, নির্বিচারে পাহাড় ও বন ধংসের কারনে অজগরের বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়াতে খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসছে অজগর সাপসহ বন্য প্রাণী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.