শেখ হাসিনাও পারবেন না: নাসিম

0

সিটিনিউজ ডেস্ক::বর্তমান সরকার আগামী নির্বাচনে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না।

মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএনপির নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা কষ্ট করে আর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন কইরেন না। জনগণ এখন আন্দোলন চায় না; চাকরি চায়, খেয়ে-পরে বাঁচতে চায়।’

মন্ত্রী বলেন, ‘আমি তো আন্দোলনের মাস্টার ছিলাম। আমি জানি এখন আন্দোলন করলে জনগণ মানবে না।’ তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তবে আমাদেরও আন্দোলন প্রত্যাহার করতে হবে।’

নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। আমি কেন শেখ হাসিনা চাইলেও সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্যসেবা বিভাগের) সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন, মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.