৩ দিনেই ৫০০ কোটি ছাড়িয়ে বাহুবলি-২

0

বিনোদন : ছবিটি তৈরি করতে খরচ হয়েছে আড়াইশো কোটি রুপি। প্রথম তিনদিনেই আয়ের অঙ্কে পাঁচশো কোটি ছাড়িয়ে গেছে বাহুবলি ২। এর মধ্যে ভারতে ছবিটি ব্যবসা করেছে ৩৮৫ কোটি রুপি। বিদেশেও বেশ ভাল সাড়া ফেলেছে ছবিটি। সেখানেও প্রথম তিনদিনের ব্যবসার পরিমাণ ১২১ কোটি রুপিরও বেশি। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় ছবিটি রেকর্ড সাফল্য পাচ্ছে।

চলচ্চিত্র বিপণন সংক্রান্ত সংস্থা বক্স অফিস ইন্ডিয়া ডট কমের হিসেব অনুযায়ী, শুধু টিকিট বিক্রি থেকেই আয় ৫০৬ কোটি ছাড়িয়ে গেছে। বিদেশের সব তথ্য সামনে আসেনি। সেটা এলে, আয়ের অঙ্ক ৫২০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। ভারতে কোনও ছবি প্রথম তিনদিনে এই পরিমাণ ব্যবসা করেনি।

ছবিটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। হিন্দি ভার্সনে প্রথম তিনদিনের ব্যবসা ১২৭.‌৫ কোটি। রবিবার হিন্দি ভার্সন থেকে উঠে এসেছে ৪৬‌.‌৫ কোটি টাকা। তবে হিন্দি ভার্সনে প্রথম দিন আয়ের নিরিখে বাহুবলি-২ রইল ২ নম্বরে। এই ব্যাপারে এগিয়ে রইল শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার। সূত্র- অনলাইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.