কক্সবাজারে পুলিশের উপর হামলায় ঘটনায় সরেজমিন তদন্তে এমপি বদি

0

জামাল জাহেদ, কক্সবাজার :   কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারে জমি দখলকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এতে জড়িত থাকায় এজাহারভূক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪ দিন পর স্থানীয় এমপি আবদুর রহমান বদিসহ স্থানীয় সরকারের বিভিন্ন জপ্রতিনিধি ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকারের নেতৃত্বে একদল পুলিশ সরেজমিন তদন্ত করেছেন।

তবে কতিপয় মানুষের দাবী ওই মামলাদ্বয়ে কয়েকজন নিরীহ মানুষকে জড়ানো হয়েছে।২১ জুলাই বিকাল ৫ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমানের নেতৃত্বে মামলার আইও এসআই মোঃ সেকান্দর আলী, বাদী এসআই শামীউর রহমানসহ একদল পুলিশ সরেজমিন তদন্ত করে।কিছুক্ষণ পর পরই উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ দীর্ঘ সময় ধরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী গ্রহণ করা হয়।এমপির প্রশ্নোত্তরে স্থানীয়রা বলেন, কয়েকজন লোক ঘটনাস্থলে ছিলনা। স্থানীয় মৌঃ ফয়েজ উল্লাহ, শাহ আলমসহ প্রত্যক্ষদর্শী কযেকজন বলেন, স্থানীয় মেম্বার ও হাজ্বী সেকান্দরের পুত্র বেলাল উদ্দিনসহ কয়েকজন নিরীহ লোকদেরকে জড়ানো হয়েছে। তা থেকে অব্যাহত দেওয়ার দাবী জানান তারা।এজাহার সূত্রে জানা গেছে, ১৬ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে উক্ত এলাকায় মেসার্স সাগরিকা এন্টারপ্রাইজের মালিক ও মামলার বাদী জামাল হোসাইনের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছিল। ওই দিন ২ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করলে একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করা হয়।

এতে জামাল হোসাইন বাদী হয়ে ২৬ জনকে এজাহারভুক্ত অপর ১০/১২ জনকে অজ্ঞাত করে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বার ২৬।অপরদিকে পুলিশের দায়িত্ব পালনকালে হামলা করে আক্রান্ত করায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক (এসআই) সামীউর রহমান বাদী হয়ে আরেকটি মামলা (নং-২৭) দায়ের করা হয়।ওই দুই মামলার এজাহার নামীয় আসামীরা হলো- স্থানীয় হাজী দিদ্দিক আহাম্মদ হাজ্বী সুলতান আহমদ প্রকাশ নাদুর ছেলে ইব্রাহীম (৩০), মৃত আঃ জব্বারের ছেলে কলিম উল্লাহ (৫০) মৃত আঃ জলিল বকসুর ছেলে নুরুল হুদা (২৮), মৃত জালাল আহম্মদের ছেলে ফরিদুল আলম মেম্বার (৫০), মৃত মকবুল আহম্মদের ছেলে জাফর আলম (৪৫), মৃত এবাদ উল্লাহ উল্লাহ’র ছেলে তোফায়েল আহম্মদ (৩০), হাজি সেকান্দরের ছেলে যথাক্রমে বেলাল উদ্দিন (৩৫), হেলাল উদ্দিন (২৮), কামাল উদ্দিন (৩০), মৃত ইয়াকুব আলীর ছেলে সোলতান আহমদ প্রকাশ নাগু (৫৫), কলিম উল্লাহ’র ছেলে এহছান উল্লাহ (৩০), হাজী সোলতান আহমদের ছেলে যথাক্রমে মমতাজ মিয়া (৩৫), নুর হোছন (২৫), ইমান হোসেন প্রকাশ মন্না মিয়া (২৩), মৃত মকবুল আহমদের ছেলে ফরিদ আলম (৪৫), নবী হোসেন প্রকাশ ধুলাই বুজ্জার ছেলে ফয়েজ আহাম্মদ (৩০), আ ঃ কাদেরের ছেলে ফরিদ মিয়া (৩০), আব্দুল কাদেরের ছেলে বাদশা মিয়া (৩২), অজ্ঞাত পিতা পুতইক্যা (৩৮) মৃত মোঃ সেকান্দর ফকিরের ছেলে যথাক্রমে আব্দুল্লাহ (৩৫), বাদশা মিয়া (৪০), মরিচ্যাঘোনা এলাকার মৃত নাজির আহম্মদের ছেলে নুর মোহাম্মদ (৪০), স্থানীয় হাজ্বী জহির আহম্মদের ছেলে সৈয়দ হোসেন (২৩), মৃত নাজির হোসেনের ছেলে কালু (২০), মৃত শরফুউদ্দিনের ছেলে মোঃ জসিম (৩৫), মৃত মকবুল আহাম্মদের ছেলে আব্দুল হাকিমসহ (৪০) অজ্ঞাত ১০/১২ জন রয়েছে। মামলার বাদী জামাল হোসাইন জানান, দুজন ঘটনাস্থল উপস্থিত না থাকলেও তারা ইন্ধনদাতা। তবে এমপির রিকোয়েস্টে ফরিদ মেম্বারকে বাদ দেয়া হবে।তিনি আরো জানান চিহ্নিত দূষ্কৃতকারীরা নানাভাবে হুমকি ধমকি দেয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেকান্দর আলী বলেন, উক্ত ঘটনার দায়ে এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদ্বয়কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিরীহ নোকজন মামলা জড়িয়েছে কিনা জানতে চাইলে বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। তবে নিরীহ লোকজন জড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার জানিয়েছেন, বিষয়টি সরেজমি তদন্ত করা হচ্ছে। নিরীহ লোকজন কোন ধরণের হয়রানী হবেনা। তবে দোষ্কৃতকারীদের কঠোর কোন ধরণের ছাড় দেয়া হবেনা। স্থানয়ি এমপি আবদু রহমান বদি জানান , মামলাদ্বয়ে কোন নিরীহ লোকজন যেন হয়রানী না হয়, সেভাবে নির্দেশ দেয়া হয়েছে।উল্লেখ্য, ১৬ জুলাই দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি প্রতিপক্ষ দল দখল ও লুটপাটের খবরে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে পুলিশের উপর হামলা চালিয়েছে চিহ্নিত দর্বৃত্তরা। এতে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীউর রহমান ও দুই পুলিশ সদস্যসহ স্থানীয় মিজানুর রহমান গুরুতর আহত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.