‘মেহনতি মানুষই দিন বদলায়’

0

নিজস্ব প্রতিবেদক::জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফর আলী বলেছেন, মেহনতি মানুষই হলেন দেশের মূল চালিকা শক্তি। মেহনতি মানুষই পারে দিন বদলাতে,তাই মাননীয় প্রধানমন্ত্রী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কল্যাণ মূলক কর্মসূচী ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৮মে) চট্টগ্রাম রেয়াজুদ্দিন বাজার মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অভিষেক ও পরিচয় পত্র বিতরণ উপলক্ষে এক শ্রমিক সভা ষ্টেশন রোডস্থ মিসকা হোটেল সংগঠনের সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেছেন, লোডিং-আনলোডিং শ্রমিকের চাকুরীর নিশ্চয়তা নেই। শেষ বয়সে তাদের জীবনধারনের কোন ব্যবস্থা নেই। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে নিজেদের দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং পরিশেষে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা ঘোষণা করা হয়।

পাদুকা শিল্প শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন খোকনের এর সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফর আলী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলী আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফি বাঙ্গালী, নগর জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন চৌধুরী, নগর যুব লীগের সদস্য মোঃ তানভীর আহম্মদ রিংকু, রিয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী শ্রমিক লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদনী, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মিরণ হোসেন মিলন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মুন্না খান, ফরিদ আহমেদ, জসিম উদ্দিন, মোঃ হারুন, ফারুক আহমেদ, মোঃ মঞ্জু, মনির আহমেদ, আবদুল মন্নান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.