ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে চট্টগ্রাম র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)

0

সিটিনিউজবিডি  :  নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ মো. গোফরান হোসেন(২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

এসময় বাসায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাটারি, দুইটি গেটওয়ে মেশিন, ১৬টি জিএসএম ছোট এন্টেনা, একটি অপটিক্যাল কনভার্টার, একটি আইপিএস, একটি লিংক রাউটার, দুইটি ইথারনেট কনভার্টার ও বিভিন্ন মুঠোফোন অপারেটরের ২৫০টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর জানান, খাজা রোড এলাকার মনির বাড়ির হাজি আবু তাহের মঞ্জিলের তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল গোফরান হোসেন।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ তাকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটক গোফরান হোসেন বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের মৃত নুরুল আবছারের ছেলে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.