ত্বকের তৈলাক্ততা দূর করার ঘরোয়া টিপস

0

ত্বকের তৈলাক্ততা নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। তৈলাক্ত মুখে সাজগোজ করলেও ঠিক যেন মানায় না। আবার ব্রণসহ বিভিন্নরকম ত্বকের সমস্যা দেখা দেয়।

ত্বকের এই তৈলাক্ততা দূর করার রয়েছে বেশ সহজ একটি ঘরোয়া উপায়। চলুন জেনে নেয়া যাক-

১. দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ত্বক ডিপ ক্লিন করে থাকেন, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে।

২. মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে।

৩. এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে। চোখ বন্ধ রাখবেন, নয়ত চোখ জ্বালা করতে পারে।

৪. লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশি মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।

৫. তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.