ঘুমধুমে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0

শহিদুল ইসলাম, উখিয়া::নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে ১শ পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, মানুষের দূঃ সময়ে পাশে থাকবে। দুর্গত মানুষের সহায়তা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা খোলা। তারই নির্দেশনায় আজকে মিয়ানমার সীমান্ত সংলগ্ন ঘুমধুমের তৃনমূল অসহায় মানুষের পাশে এসেছি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার সব ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আকতারুজ্জমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশলা মার্মা, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত আর্চজ্য, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির, ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ উল্লাহ প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.