পরীক্ষাকেন্দ্রে হিজাব নিষিদ্ধ – ইন্ডিয়া সুপ্রিম কোর্ট

0

সিটিনিউজবিডিঃ আজ আরও একবার সংগঠিত হচ্ছে বহু বিতর্কিত অল ইন্ডিয়া প্রিমেডিক্যাল টেস্ট । আগে থেকেই কড়াকড়ি নিরাপত্তা বেষ্টনীতে পরীক্ষাকেন্দ্র ঘিরে ফেলা হয়েছে। তার সঙ্গেই পরীক্ষার্থীদের জন্যও কড়া করা হয়েছে নিয়ম কানুন। আর এসব নিয়ম কানুনের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে হিজাব নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট।

এই নিষেধাজ্ঞা অনুযায়ী পরীক্ষাকেন্দ্র নিষিদ্ধ বেল্ট, টুপি, স্কার্ফও। হালকা হাফস্লিভ জামা ও পা খোলা জুতো পরতে হবে পরীক্ষার্থীদের।
এর আগে হিজাব পড়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও)। শুক্রবার এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচএল দাত্তির নেতৃত্বাধীন বেঞ্চ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.