বৃষ্টির পরে পুনরায় শুরু ভারত-পাকিস্তান ম্যাচ

0

খেলাধুলা : ভারত পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির বাগড়ায় দশম ওভারে সাময়িক বন্ধ হলেও ফের বল গড়িয়েছে মাঠে। বৃষ্টি থামার ১০ মিনিটের মধ্যেই খেলা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে ভারত। শিখর ধাওয়ান ২২ ও রোহিত শর্মা ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থবারের মতো মুখোমুখি হয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

লন্ডনে সন্ত্রাসী হামলার পর বার্মিংহামে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ১২৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এখানে জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। ৭২ ম্যাচে জয় পেয়েছে তারা। অন্যদিকে ৫১ ম্যাচে জিতেছে ভারত। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও উমেস যাদব।

পাকিস্তান একাদশ: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহাদাত খান ও হাসান আলী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.