চকরিয়ায় নুরুল আমিন হত্যাকান্ডে ২৭ জনের বিরুদ্ধে মামলা

0

চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় ডাকাতের হাতে নিহত নুরুল আমিন হত্যার ঘটনায় ডাকাত নাছির উদ্দিনসহ ২৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার( ৮ জুন) চকরিয়া থানায় আমিনের মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ জানান, বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ বালুচিরা এলাকায় চিংড়িঘেরের আধিপত্য নিয়ে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নুরুল আমিন (৩০) নিহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় নুরুল আমিনের মা জাহেদা বেগম (৪৮) বাদি হয়ে একই এলাকার নাছির উদ্দিন সহ ২৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হত্যার দুইদিন পরও এখনো কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের তৎপরতাও দেখা যাচ্ছে না।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আমিনের মা জাহেদা বেগম বাদি হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় নাছির উদ্দিন সহ ২৭জন আসামীর নাম দেওয়া হয়েছে। তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিহত নুরুল আমিনের চাচা রফিকুল ইসলাম ও মা জাহেদা বেগম স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ছেলে নুরুল আমিন স্থানীয় মীর কাসেম মেম্বারের মৎস্যঘেরে কেয়ারটেকার হিসেবে চাকুরী করতেন। ইতিপূর্বে জিয়াবুলের ইন্ধনে নাসির বাহিনী, রাইফেল পটু, বাহাদুর, এমরান, আবদুস সালাম, আবু বক্করসহ ২০-২৫জনের সশস্ত্র সন্ত্রাসীরা মীর কাসেমের মালিকানাধীন বালুচিড়া মৎস্যঘেরটি জবর দখলে নিতে কয়েকদফা চেষ্টা চালিয়েছে। ছেলে নুরুল আমিন ওই ঘেরটি দেখবাল করায় এতদিন দখলে নিতে পারেনি।

ফলে তার উপর ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে বুধবার ভোর রাতে নুরুল আমিনকে নির্মমভাবে হত্যা করেছে। নুরুল আমিনের সংসারে স্ত্রী ও ২ ছেলে-মেয়ে রয়েছে। নুরুল আমিন শট জাল নিয়ে মাছ ধরে পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতেন। এনিয়ে পরিবারের পক্ষ থেকে আদালতে নুরুল আমিন হত্যা মামলার প্রস্তুুতি নেওয়া হচ্ছে বলে জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.