পার্বত্য জেলাগুলোতে আহতদের চিকিৎসা দিতে ৪শ’ ৮২টি টিম

0

সিটিনিউজবিডি ডেস্ক :  পাহাড় ধসে আহতদের চিকিৎসাসেবা দিতে পার্বত্য জেলাগুলোতে ৪শ’ ৮২টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেক আহত রুগীদের হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে এবং রাঙ্গমাটি, চট্টগ্রাম এবং বান্দরবান জেলায় সর্বমোট প্রায় চারশো মেডিকেল টিম কাজ করছে। ওই এলাকার স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সেনাবাহিনীসহ উদ্ধারকাজে নিয়োজিত সব সংস্থার সাথে আমরা এক সঙ্গে কাজ করছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.