জয় দিয়ে শুরু জার্মানির

0

খেলাধুলা : ফিফা কনফেডারেশন কাপ শুরু করলো জার্মানি। সোমবার রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জার্মান। ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। এক নম্বর অবস্থানে আছে চিলি।

এদিন খেলার শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ৫ মিনিটের মধ্যেই জার্মানিকে এদিয় নেয় লার্স স্টিন্ডল। এরপর ৪১ মিনিটে ম্যাচ সমতা আনে অস্ট্রেলিয়া। গোলটি করেন টমাস রোগিক।

এরপর আবার লিড পেতে বেশিক্ষণ সময় নেয় নি জার্মানি। ৪৪তম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন জুলিয়ান ড্রাক্সলার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। বিরতি থেকে ফিরে জার্মানিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন লিও গোরেৎজকা। ৫৬তম মিনিটে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। গোলটি করেন টমি জুরিক। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

আটটি দলের অংশগ্রহণে গত ১৭ জুন রাশিয়ায় শুরু হয়েছে ফিফা কনফেডারেশন কাপ। গ্রুপ ‘এ’-তে রয়েছে রাশিয়া, মেক্সিকো, পর্তুগাল ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে রয়েছে চিলি, জার্মানি, অস্ট্রেলিয়া ও ক্যামেরুন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.