ব্রাসেলসে সন্দেহভাজন আত্মঘাতীকে গুলি করে হত্যা

0

আন্তর্জাতিক ডেস্ক:: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি বিস্ফোরক বেল্ট পরা ছিল এবং ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে বিস্ফোরণ ঘটানোর আগে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।

ফেডারেল প্রসিকিউটরের মুখপাত্র এরিয়ান ভ্যান ডের সিপট বলেন, এটি সন্ত্রাসী হামলা। তবে বিস্ফোরণের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশনের এক কর্মচারী নিকোলাস হেরেওয়েগেন জানান, তিনি যখন নিচে নামছিলেন এবং স্টেশনের দুটি তলার মধ্যবর্তী জায়গায় ছিলেন, তখন কারো চিৎকার শুনতে পান। ওই হামলাকারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করে তার হাত থাকা একটি স্যুটকেস ছুড়ে মারে।যদিও এটি খুব বড় বিস্ফোরণ ছিল না, তবুও এর প্রভাব বেশ বড় ছিল। লোকজন ছোটাছুটি করছিল।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে জঙ্গি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.