রিমার পড়ালেখার দায়িত্ব নিলেন ইউএনও লুৎফুর

0

নিজস্ব সংবাদদাতা চন্দনাইশ::চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী উম্মে কুলছুম রিমার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান।

বুধবার (২১ জুন) সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে রিমার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য চেক প্রদান করা হয়। চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।

এ সময় নির্বাহী অফিসার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী উম্মে কুলছুম রিমার পড়ালেখার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন বলে জানান। পর্যায়ক্রমে তিনি উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার ব্যয়ভার বহনের বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.