সোনাদিয়া দ্বীপে আটকে জাহাজে ব্যাপক লুটপাট

0
কামরুল ইসলাম দুলু (সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে):: মহেশখালীর সোনাদিয়া দ্বীপে আটকা পড়া একটি স্ক্র্যাপ জাহাজে ব্যাপক লুটপাট চালিয়ে কোটি টাকার মালামাল নিয়ে গেছে স্হানীয় ব্যাক্তিরা। ৮ নং মহেশখালী ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ ১ নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইত্যেমধ্যে জাহাজে ব্যাপকহারে লুটপাট চালিয়েছে জলদস্যুরা। শিকল বেয়ে জাহাজে উঠে কোটি টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া জাহাজ থেকে নিচে নামাতে না পেরে কোটি টাকার মালামাল ধ্বংস করে ফেলেছে।
তার মধ্যে ফার্নিচার,ইলেকট্রিক – ইলেকট্রোনিক্স আইটেম,কোকারিজ উল্লেখযোগ্য। জাফর নামে স্হানীয় এক ব্যক্তি জানান, জাহাজটি এখানে আসার খবর পেয়ে শতশত মানুষ ছুটে আসে এবং যে যেভাবে পেরেছে লুটপাট চালিয়েছে।
তিনি আরো বলেন, জাহাজটি পেয়ে এখানকার জলদস্যুরা যেন আকাশের চাদঁ পেয়েছিল। তারা ভাবতে পারনি এই জায়াগাতে এত বড় একটি জাহাজ আসবে।অনেককে জাহাজ থেকে ফ্রিজ, টিভি নিয়ে গেলেও তা তারা নষ্ট করে ফেলে কারণ এই এলাকাতে বিদ্যুৎ নাই, অনেক ফ্রিজ গ্রামে পড়ে থাকতে দেখা গেছে। জানা যায়,গত ১০ জুন প্রাকৃতিক দূর্যোগ ” মোরা”র আঘাতে  প্রচন্ড ঝড়ো হাওয়ায় বিদেশ থেকে নিলামে কেনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার পথে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে চলে যায়।
এটি চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের জন্য বিদেশ থেকে আনার কথা ছিল। জানা যায়, ১৯৮৬ সালে জাপানের তৈরী পেরুর পতাকাবাহী জাহাজটি নাম M.V, HIGH. জাহাজটির ওজন প্রায় ১০ হাজার টন। আই এম ও নম্বর ৮৬০৬০৬৮। বর্তমানে ডেথ শিপে পরিনত হওয়ায় শিপ ব্রেকিং ইয়ার্ডে বিক্রির জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে আসার পথে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাজনিত কারণে জাহাজটি সাগরের সোনাদিয়া দ্বীপ সংলগ্ন ডুবোচরে এসে ভীড়ে।
গত সোমবার সন্ধ্যার দিকে জাহাজটি সোনাদিয়ার চরে এসে আটকে যায়। ক্রো ও লোকজনহীন জাহাজে তেলভর্তি বেশ কিছু ড্রাম্প ও লাইফ জ্যাকেট এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার তোড়ে গভীর সমুদ্র থেকে জাহাজটি সোনাদিয়ার চরে এসে আটকে যায়। এটি তীরে ভেড়ার খবর পেয়ে স্থানীয় লোকজন জাহাজটিতে উঠে লুটপাট চালায়। যে যার মতো তেলভর্তি ড্রাম্প, লাইফ জ্যাকেট ও অন্যান্য মালামাল লুট করে বাড়িতে নিয়ে যায়। এদিকে জাহাজ আটকে যাওয়ার খবর পেয়ে সোনাদিয়ার দুটি দস্যু বাহিনী জাহাজে ব্যাপক লুটপাট চালায়। দুটি গ্রুপ লুটপাট চালাতে গিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে ইত্যেমধ্যে কোটি কোটি টাকার মালামাল জাহাজ থেকে খোয়া গেছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় জাহাজটি চরে আটকে যাওয়ার খবর আসে। কিন্তু এক দিকে বিচ্ছিন্ন দ্বীপ অপর দিকে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল থেকে চেষ্টার পর দুপুরে জাহাজ আটকা পড়া স্থানে পৌঁছে পুলিশ। ৮ নং কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা’র আদলে রোববার সকাল থেকে দমকা ও ঝড়ো হাওয়া চলে। সাগর উপকূলে এর তীব্রতা ছিল মারাত্মক। সেই বৈরী আবহাওয়ায় পড়ে জাহাজটি ভেসে এসে সোনাদিয়ার চরে আটকে যায়। প্রশাসন এটি জিম্মায় নিয়েছে। তাদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.