ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হার্ডওয়ার দোকানকে জরিমানা

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::ভ্রাম্যমান আদালতের অভিযানে  সীতাকুণ্ডে ”সীতাকুণ্ড হার্ডওয়ার ” নামে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
রোববার (২ জুলাই)  দুপুরে উপজেলার পৌরসদর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এতে নেতৃত্বে দেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে বাজারে আর এফ এল পণ্যের লগো দিয়ে নকল টিউবওয়েল‘র চেক বাল্ব (ওয়াসার) বিক্রি করে আসছিল সীতাকুণ্ড হার্ডওয়ারের মালিক কানাই লাল দেবনাথ।
গোপন সংবাদের ভিত্তিতে আর এফ এল কোম্পানী প্রতিনিধি উপস্থিতিতে সরেজমিনে গিয়ে দোকানদারের স্বীকারোক্তি ও ঘটনার সত্যতা পাওয়া যায় । নকল পন্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । এবং ভবিষ্যতে নকল পন্য বিক্রি করবে না বলে আশ্বাস প্রদান করেন দোকানের মালিক কানাই লাল দেবনাথ।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌরসদর ব্যবসায়ী বাজার কমিটির সভাপতি মো.নাছির উদ্দিন, সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো.সাইফুল্লাহ, ভূমি অফিসের নাজির মো.জামাল উদ্দিন ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.