আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে – এমপি নজরুল

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : যুবলীগকে সুসংগঠিত করে আ’লীগের ভিতকে শক্ত করে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে বলেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। যুবকেরাই দেশ গঠনে এগিয়ে আসবে। যুব সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডগুলো পরিচালিত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুবকেরাই সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের মেধা ও মননের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

রবিবার (২জুলাই) বিকালে জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ রওশনহাট চত্বরে অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম কাইছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের আ ম ম টিপু সুলতান চৌধুরী।

বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী। যুবলীগ নেতা আজিজুর রহমান আরজু ও মফিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজন, আলহাজ্ব সেলিম উদ্দিন, কৃষকলীগ নেতা নাজিম উদ্দিন, আ’লীগ নেতা বাবর আলী ইনু, হেলাল উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন শিবলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, রাজু দাশ হিরু, মো. ইদ্রিচ, সিরাজুল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, লোকমান হাকিম, মঈনুদ্দীন, ছাত্রলীগ নেতা মাহবুর রহমান রিপু প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.