চন্দনাইশে টানা বর্ষণে ফের নিম্নাঞ্চল প্লাবিত

0

মো. দেলোয়ার হোসেন,চন্দনাইশ :  টানা বর্ষণে চন্দনাইশে উপজেলার ফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শঙ্খনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরজমিনে গিয়ে,মঙ্গলবার ৪ জুলাই বিকালে পাহাড়ি ঢলে শঙ্খনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শঙ্খনদীর আশপাশসহ উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শঙ্খনদীর পাশ্ববর্তী বাড়ীঘরের জনসাধারণ ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। তাছাড়া শঙ্খনদীর আশপাশের সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে।

পরবর্তীতে বৃষ্টিপাত আরও বেড়ে গেলে পানি ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা। সে সাথে শঙ্খ তীরবর্তী সবজি ক্ষেতের তৃতীয় দফা পানি বৃদ্ধির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দাম বেড়ে গেছে মৌসুমী সবজির।

দোহাজারী রেলওয়ে মাঠে মৌসুমে যে সবজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতো, তা এখন থেকে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া সবজির অপ্রতুলতার কারণে ক্রেতা-বিক্রেতাও হতাশ হয়ে ফিরে যাচ্ছে প্রতিদিন। সবজি ভান্ডার নামে খ্যাত দোহাজারী শঙ্খনদী তীরবর্তী উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নেয়া হতো, সে সবজি এখন এলাকার চাহিদা মেটাতে সক্ষম নয় বলে জানিয়েছেন বাজারের ইজারাদার। তাদের মতে মৌসুমে ২০ থেকে ৩০ ট্রাক সবজি চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যেত। সেখানে বর্তমানে এলাকার চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছে না কৃষকেরা।

তাছাড়া কৃষকেরা বিভিন্ন ঋণ নিয়ে তৃতীয় দফা সবজি রোপনের পর পুনরায় পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিসাধন হওয়ায় ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ঋণগ্রস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা সরকারি সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.