কর কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের অভিযোগ

0

স্থানীয় পর্যায়ের কর কর্মকর্তারা জেলা প্রশাসনকে সহযোগিতা করেন না বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের তৃতীয় অধিবেশনে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তারা এমন অভিযোগ করেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাকসকরা জানিয়েছেন বৈঠকে ডাকলে স্থানীয় কর কর্মকর্তারা সাড়া দেয় না। কিন্তু আমি রাজস্ব বোর্ড, কাস্টকমকে বলে দিয়েছি। তারা যেন জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করে।’

মুহিত আরো বলেন, ‘আমার কর্মকর্তারা ১৮ লাখ করদাতা খুঁজে বের করেছে। কিন্তু ডিসিরা বলেছেন,
এক জেলা থেকেই এক লাখ কর দাতা বের করা সম্ভব। তাই কর কর্মকর্তাদের জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।’

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.